সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

সম্পাদকীয়

সালাফী দাওয়াত ও বিদ‘আতীদের সন্ত্রাসী আগ্রাসন

সালাফী দাওয়াত ও বিদ‘আতীদের সন্ত্রাসী আগ্রাসনবাংলাদেশে সালাফী দাওয়াত যত গতিশীল হচ্ছে, পীরপন্থী ভণ্ড ধর্মব্যবসায়ীরা ততই বেশি উন্মাদ ও আগ্রাসী হয়ে উঠছে। তাওহীদ ও সুন্নাতের আলোয় কবরপূজা, খানকাপূজা, মাযারপূজার ব্যবসায় যখন লালবাতি জ¦লতে শুরু করেছে, মীলাদ-ক্বিয়াম, শবেবরাত, কুলখানীর পুজিতে যখন ধস নামছে, পথভ্রষ্ট বিদ‘আতীরা তখন আহলেহাদীছ মসজিদ, মাদরাসা ভাঙ্গা শুরু করেছে, পুড়ানো শুরু করেছে। মুছল্লীদের উপর আক্রমণ শুরু করেছে। গত ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪ সোনারগাঁয়ে চেলাচর গ্রামের মোহাম্মাদিয়া সালাফিয়া মাদরাস ...read more

প্রবন্ধ

অহংকার করা ও তার পরিণাম

 অহংকার করা ও তার পরিণাম-ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীরঅহংকার মানব জীবনের এক জঘন্য স্বভাব, যা মানুষে আত্মোপলব্ধিকে ভুলিয়ে দেয়। মানুষ নিজেকে শ্রেষ্ঠ ও অন্যকে হেয় জ্ঞান করতে থাকে। ব্যক্তির হৃদয়ে আমিত্ববোধ প্রকট আকার ধারণ করতে থাকে। কথায় কথায় বলতে থাকে এটা আমি করেছি, ওটা আমি করেছি, এসব আমারই করা ইত্যাদি। প্রতিটা কর্মে নিজের বড়ত্ব প্রকাশের চেষ্টা করে। কোনো কোনো কাজে অন্যেরও অবদান রয়েছে তা সে ভুলে যায়। কর্মে অন্যের অবদানকে অস্বীকার করে। এজন্য অহংকার করা ইসলামে নিষিদ্ধ। এমর্মে আল্লাহ তা‘আলা কুরআন ...read more


জিজ্ঞাসা ও জওয়াব

ফেসবুক পেজ