অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ৯ম সংখ্যা)
অমিয় বাণী - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান عَنِ ابْنِ الْمُبَارَكِ قالَ واحْذَرْ أنْ تَجلِسَ مَعَ صاحِبِ بِدْعَةٍ১- আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তুমি বিদ‘আতীর সাথে বসা থেকে সতর্ক হও’।[১]----عَنْ يَحْيٰى بْنِ
Read Moreঅমিয় বাণী (৫ম বর্ষ : নবম সংখ্যা - এপ্রিল ২০২৪)
অমিয় বাণী-হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান عَنْ زَافِرِ بْنِ سُلَيْمَانَ قَالَ قَالَ لُقْمَانُ الْحَكِيْمُ حَقِيْقَةُ الْيَقِيْنِ الصَّبْرُ، وَحَقِيْقَةُ الْعَمَلِ النِّيَّةُ১. যাফির ইবনু সুলাইমান (রাহিমাহুল্লাহ) বলেন, ‘লুক্বমান হাকীম (রাহিমাহুল
Read Moreঅমিয় বাণী
অমিয় বাণী-হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান عَنِ الضَّحّاكِ قالَ الْأمْرُ بِالمَعْرُوْفِ والنَّهْيُ عَنِ المُنْكَرِ مِنْ فَرائِضِ اللهِ تَبارَكَ وَتَعَالَى১. যাহ্হাক (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সৎ কাজের আদেশ দেয়া ও অসৎ কাজে বাধা দেয়া আল্লাহ তা‘আ
Read More