উত্তর : সুস্থতা ও কৃপণ অবস্থায়। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, এক ছাহাবী রাসূল (ﷺ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কোন্ ছাদাক্বার নেকী বেশি পাওয়া যায়? তিনি বললেন, সুস্থ ও কৃপণ অবস্থায় তোমার ছাদাক্বাহ করা, যখন তুমি দারিদ্রের আশঙ্কা করবে ও ধনী হওয়ার আশা রাখবে। ছাদাক্বাহ করতে সেই পর্যন্ত দেরী করবে না, যখন প্রাণবায়ু কণ্ঠাগত হবে (ছহীহ বুখারী, হা/১৪১৯ ও ১৪২০ ‘যাকাত’ অধ্যায়)।
প্রশ্নকারী : আল-আমীন, নওগাঁ।