উত্তর : মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল করা যাবে না। কারণ মৃত ব্যক্তির নামে যেটা প্রদান করা হয়, তা ছাদাক্বাহ। আর ছাদাক্বাহ সবাই খেতে পারে না (ছহীহ বুখারী, হা/১৪৯৬, ইফাবা হা/১৪০৯, ৩/৫৭ পৃ.)। উল্লেখ্য, হারাম উপার্জিত অর্থ দ্বারাও ইফতার করা বা অন্য কাউকে করানো যাবে না (সূরা আল-আ‘রাফ : ১৫৭; ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত হা/২৬৪০)।
প্রশ্নকারী : মামুন বিন হাশমত, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।