উত্তর : তাকবীরে তাহরীমার সময় আঙ্গুলগুলো সোজা এবং প্রত্যেকটি একে অপরের সঙ্গে মিলিত অবস্থায় হাতের তালুর দিকটা ক্বিবলাহমুখী থাকবে (শারহু যাদিল মুসতাক্বনি‘, ৩৮/১৪; মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাত ইবনে বায, ১১/১৫৫ পৃ.; মুতাফার্রিক্বাত লিল আলবানী, পৃ. ২২৩)।
প্রশ্নকারী : আবু ইউসুফ, বরিশাল।