উত্তর : না। বরং আল্লাহর ঘরের আবাদ হবে মুমিনদের দ্বারা। সমাজে যারা আল্লাহভীরু লোক, তারাই হবে মসজিদের কমিটির সদস্য বা তত্ত্বাবধায়ক (সূরা আনফাল : ৩৪)। আল্লাহ তা‘আলা বলেন,
اِنَّمَا یَعۡمُرُ مَسٰجِدَ اللّٰہِ مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ وَ اَقَامَ الصَّلٰوۃَ وَ اٰتَی الزَّکٰوۃَ وَ لَمۡ یَخۡشَ اِلَّا اللّٰہَ فَعَسٰۤی اُولٰٓئِکَ اَنۡ یَّکُوۡنُوۡا مِنَ الۡمُہۡتَدِیۡن
‘আল্লাহর মসজিদগুলো সংরক্ষণ করা তাদেরই কাজ, যারা আল্লাহর প্রতি ও ক্বিয়ামত দিবসের প্রতি ঈমান আনে এবং ছালাত কায়েম করে ও যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকেও ভয় করে না’ (সূরা আত-তাওবাহ : ১৮)।
প্রশ্নকারী : ওমর ফারুক, দিনাজপুর।