উত্তর : প্রশাসনের অনুমতি নিয়ে মসজিদ নির্মাণ করলে ছালাত আদায় করা যাবে। এমনকি অনুমতি ছাড়াও যদি মসজিদ নির্মাণ করা হয় তবুও সেখানে ছালাত শুদ্ধ হবে। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ মাসআলায় সঠিক কথা হল যে, জবরদখলকৃত স্থানে ছালাত আদায় ছহীহ হবে কিন্তু গুনাহ সহকারে। কারণ ফক্বীহগণ বলেন, অন্যের জমি জবরদখল করতে নিষেধ করা হয়েছে, কিন্তু সেখানে ছালাত আদায়ে নিষেধ করা হয়নি। আর জবরদখল করার বিষয়টি ছালাতের বাইরের বিষয়। এটাই সঠিক কথা’ (শারহুল মুমতি‘, ২/২৪৮-২৪৯ পৃ.)।
প্রশ্নকারী : হাফেয রিয়াদ, সুনামগঞ্জ।