উত্তর : জিনরা মৃত্যুবরণ করে। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহ আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু‘আর মধ্যে বলতেন, أَنْتَ الْحَىُّ الَّذِي لَا يَمُوْتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوْتُوْنَ ‘(হে আল্লাহ!) আপনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। অথচ মানুষ ও জিন মৃত্যুবরণ করে’ (ছহীহ বুখারী, হা/৭৩৮৩)। ইবলীসও জিনজাতির অন্তর্ভুক্ত; কিন্তু অন্য জিনরা তার মত নয়। ইবলীসকে ক্বিয়ামত পর্যন্ত জীবন দেয়া হয়েছে। কিন্তু এ সুযোগ অন্য কোন জিনকে দেয়া হয়নি। ইবলীসের জীবনকাল সম্পর্কে কুরআনে বর্ণিত হয়েছে, ‘সে বলল, আমাকে ক্বিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তা‘আলা বললেন, তোকে সময় দেয়া হল’ (সূরা আল-আ‘রাফ : ১৪ ও ১৫)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, যশোর।