উত্তর : হ্যাঁ, সুন্নাত ছালাত ছেড়ে উক্ত জামা‘আতে অবশ্যই শামিল হতে হবে। আবূ হুরায়রা (রাহিমাহুল্লাহ) বলেন, নবী (ﷺ) বলেছেন, إِذَا أُقِيْمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوْبَةُ ‘ফরয ছালাতের ইক্বামত দেয়া হলে তখন উক্ত ফরয ব্যতীত অন্য কোন ছালাত আদায় করা যাবে না’ (ছহীহ মুসলিম, হা/৭১০)।
প্রশ্নকারী : নাজমুস সাকিব, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ।