উত্তর : কুরআন তেলায়াতের ক্ষেত্রে কোন সূরা শুরু করার সময় ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ বলা সুন্নাত। নির্দিষ্ট কোন আয়াত পড়তে ‘বিসমিল্লাহ’ বলার প্রয়োজন নেই। ছালাতের পর, সকাল-সন্ধ্যায় বা ঘুমের সময় ইখলাছ, ফালাছ, নাস পড়ার সময় ‘বিসমিল্লাহ’ সহ পড়াই সুন্নাহ সম্মত। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) সূরা পঠনে ‘বিসমিল্লাহ’ সহ বলার ব্যাপারেই মত দিয়েছেন (তিবইয়ান, পৃ. ৩৭)। প্রসিদ্ধ বক্তব্য হল, সূরা তাওবা ছাড়া ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ও উক্ত সূরারই একটি আয়াত। যেমন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সূরা কাওছার পড়ার শুরুতে ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ পড়েছিলেন (ছহীহ মুসলিম, হা/৪০০)। ইবনু হাজার আল-হায়ছামী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বিশুদ্ধ মত হল ‘বিসমিল্লাহ’ও সেই সূরার একটি আয়াত’ (তুহফাতুল মুহতাজ, ২য় খণ্ড, পৃ. ৩৬)।
প্রশ্নকারী : শারমিন সুলতানা, চট্টগ্রাম।