উত্তর : খুৎবাহ শোনা ওয়াজিব। তবে খুৎবাহ চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে মসজিদের হক্বস্বরূপ দু’রাক‘আত ছালাত আদায় করার পর বসতে হবে। কেননা এ ব্যাপারে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্পষ্ট নির্দেশ রয়েছে। জাবির (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِىُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ أَصَلَّيْتَ قَالَ لَا قَالَ فَصَلِّ رَكْعَتَيْنِ ‘একদিন নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খুৎবাহ দেয়া অবস্থায় একজন ছাহাবী মসজিদে প্রবেশ করলে তিনি তাকে বললেন, তুমি কি ছালাত আদায় করেছ? ছাহাবী বললেন, না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, দাঁড়াও এবং দু’রাক‘আত ছালাত আদায় কর’ (ছহীহ বুখারী, হা/৯৩১; মুসনাদে আহমাদ, হা/১৪৩৪৮)।
প্রশ্নকারী : আনোয়ার, লক্ষীপুর।