উত্তর : এমন চাকুরি করাতে কোন গুনাহ হবে না। আল-কুরআনের বিভিন্ন আয়াত ও হাদীছের মাধ্যমে বুঝা যায় যে, একটি দেশে মুসলিম-অমুসলিম সবাই থাকবে (সূরা আল-আন‘আম : ১০৮; ছহীহ বুখারী, হা/২৬২০)। মানবিকতার ক্ষেত্রে পরস্পরে সেবাও পাবে। তারাও দেশের নাগরিক। রাষ্ট্রীয় প্রয়োজনে তাদের কোন কিছু করার প্রয়োজন হলে তা করা যাবে। তবে ভাল ও কল্যাণকর হতে হবে; কোনভাবেই তা অকল্যাণ তথা আল্লাহ, নবী-রাসূল বা ইসলামের অপমান হয় এমন কোন কাজ করা যাবে না। মহান আল্লাহ বলেন, وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی ۪ وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ ‘তোমরা নেকী ও কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা কর; পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা কর না’ (সূরা আল-মায়েদাহ : ২)।
প্রশ্নকারী : আলমগীর হোসেন, ঢাকা।