উত্তর : না। মেয়েরা (কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্তা যা-ই হোক না কেন?) পিতার অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অলী ছাড়া বিবাহ হয় না (তিরমিযী, হা/১১০১; আবূ দাঊদ, হা/২০৮৬; ইবনু মাজাহ, হা/১৮৮১)। অভিভাকের অনুমতি ছাড়া বিবাহ করলে তার বিয়ে বাতিল হয়ে যাবে (কুয়েতী ফিক্বহ বিশ্বকোষ, ২য় খণ্ড, পৃ. ৩৮৩)।
প্রশ্নকারী : ছিদ্দীকুর রহমান, মোহনপুর, রাজশাহী।