উত্তর : ফরয ছালাতের পর যিকির, তাসবীহ ও আয়াতুল কুরসীসহ বিভিন্ন সূরা পড়ার কথা হাদীছে স্পষ্ট এসেছে। কিন্তু সেগুলো পড়ে শরীর মাসাহ করার বিষয়ে কোন ছহীহ দলীল পাওয়া যায় না। তাই এগুলো পরিহার করাই উচিত। বিশেষ করে কেউ যদি তা নিয়মিত করে তাহলে বিদ‘আতে পরিণত হবে। তবে রুকইয়া তথা ঝাড়ফুঁকের উদ্দেশ্যে যদি কেউ করে থাকে তাহলে তাতে বাধা নেই (ছহীহ বুখারী, হা/৪৪৩৯, ৫৭৩৫; ছহীহ মুসলিম, হা/২১৯২)। ঘুমের পূর্বে হাত দ্বারা মাসাহ করার কথা হাদীছে এসেছে; ছালাতের পরে নয় (ছহীহ বুখারী, হা/৫৪০৩; ছহীহ মুসলিম, হা/২১৯২)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কোন রোগ বা যাদু-টোনা থেকে মুক্তির জন্য যেকোন সময় পড়ে রুকইয়ার জন্য মাসাহ করা যেতে পারে; ছালাতের পর সময়কে নির্দিষ্ট করা যাবে না (ইবনু বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২৮৮)।
প্রশ্নকারী : ছালাহুদ্দীন, বাসাইল, টাঙ্গাইল।