উত্তর : গোসল দিতে হবে এবং তার জানাযার ছালাত পড়তে হবে। ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এতে কোন মতভেদ নেই’। ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) এই মর্মে আলেমদের ইজমা বর্ণনা করেছেন যে, তার জানাযার ছালাত পড়তে হবে (আল-মুগনী, ৩/৪৫৮ পৃ.)। শিশুর জানাযার ছালাত পড়ার সময় তার জন্য ক্ষমার দু‘আ করা হবে না। তাই দু‘আতে বলা হবে না যে, اللهم اغْفِرْ لَهُ ‘হে আল্লাহ! তাকে ক্ষমা করুন’। যেহেতু শিশুর কোন পাপ লেখা হয়নি। বরং শিশুর পিতামাতার জন্য মাগফিরাত ও রহমতের দু‘আ করা হবে। নবী করীম (ﷺ) বলেন, ‘শিশুর জানাযার ছালাত পড়া হবে এবং তার পিতামাতার জন্য মাগফিরাত ও রহমতের দু‘আ করা হবে’ (আবূ দাঊদ, হা/৩১৮০; তিরমিযী, হা/১০৩১; সনদ ছহীহ, আলবানী, আহকামুল জানায়িয, পৃ. ৭৩; ইসলাম সাওয়াল ও জাওয়াব, ফৎওয়া নং-২৩৩০১)।
প্রশ্নকারী : মীযানুর রহমান, নওদাপাড়া।