উত্তর : আরবী ছফর মাসের শেষ বুধবারকে শী‘আ রাফেযীরা আখেরী চাহার শোম্বা বলে। জাহেলী যুগের নীতি অনুযায়ী ছফর মাস সবচেয়ে বেশি অকল্যাণকর মাস। আর শী‘আদের ধারণা বিশেষ করে শেষ বুধবার বেশি অশুভ। সেই দিন রাসূল (ﷺ) খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আত্মীয়-স্বজন তাঁর আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পরে সুস্থ হয়েছিলেন। ফলে ছাহাবীগণ আনন্দিত হয়েছিলেন। উক্ত মিথ্যা ধারণাকে পুজি করেই উপমহাদেশে আনন্দ উদ্যাপনের দিন হিসাবে পালিত হয়। এ ধরনের উদ্ভট দিবস পালন করা শরী‘আতে হারাম। সালাফে ছালেহীন কখনো এই দিবস পালন করেননি। রাসূল (ﷺ)-কে নিয়ে বাড়াবাড়ি করা ইসলামে নিষিদ্ধ (ছহীহ বুখারী হা/৩৪৪৫)।
প্রশ্নকারী : মামুনুর রশীদ, বেড়ালদহ, রাজশাহী।