উত্তর : পারবেন। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি আযান শুনল অতঃপর কোন ওযর না থাকা সত্ত্বেও জামা‘আতে উপস্থিত হল না, তার ছালাত নেই’ (ইবনু মাজাহ, হা/৭৯৩, সনদ ছহীহ)। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-কে ওযর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভয় বা অসুস্থতা। ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ভয়ে শঙ্কিত ব্যক্তির জন্য জামা‘আত ও জুমু‘আ ছেড়ে দেয়া বৈধ। ভয় তিন ধরনের: জানের ভয়, মালের ভয় ও পরিবারের ভয়’ (আল-মুগনী, ১ম খণ্ড, পৃ. ৩৬৬)। তবে উক্ত সমস্যা আলেমগণের মাধ্যমে সমাধান করা উচিত।
প্রশ্নকারী : আব্দুর রহীম, বাসাইল, টাঙ্গাইল।