উত্তর : মুছল্লীদের প্রয়োজনে যেকোন সময়ই ছালাত জমা করা যায়। যা রাসূল (ﷺ) জমা করেছিলেন কোন ভয় বা বৃষ্টি ছাড়াই (আবূ দাঊদ, হা/১২১১)। যেমন কঠিন শীত, বিরতিহীন বৃষ্টি, ভয় বা বরফ পতিত হলে জমা করা যায় তা মসজিদ বা বাড়ি (বিস্তারিত দ্র. : আল-মাজমূঊ শারহ মুহাযযাব, ৪/৩৮১ পৃ.; ইমাম কাসানী, বাদায়ে, ১/১২৬ পৃ.)।
প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাল, ওয়ারী, ঢাকা।