উত্তর : ভাড়া দেয়া হয়েছে এমন বাড়ী যদি ভাড়ার জন্যই নির্মাণ করা হয়ে থাকে, তবে বাড়ীর মূল্যে কোন যাকাত নেই। তবে বাড়ী থেকে প্রাপ্ত ভাড়া যদি নিছাব পরিমাণ হয় এবং ভাড়া দেয়ার দিন থেকে প্রাপ্ত অর্থের উপর এক বছর পূর্ণ হয়, তাহলে যাকাত দিতে হবে। আর বছর পূর্ণ না হলে তাতে যাকাত নেই (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং-৩৭০)।
প্রশ্নকারী : আয়ান হোসাইন, ফরীদপুর।