উত্তর : কোন ব্যক্তি হারামকে হালাল, হালালকে হারাম মনে করলে সে কাফির হিসাবে গণ্য হবে। অন্যথা সে কাফির হবে না, যদিও সে হারাম কাজে লিপ্ত থাকে। আল্লাহ তা‘আলা বলেন,
قُلۡ اَرَءَیۡتُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰہُ لَکُمۡ مِّنۡ رِّزۡقٍ فَجَعَلۡتُمۡ مِّنۡہُ حَرَامًا وَّ حَلٰلًا ؕ قُلۡ آٰللّٰہُ اَذِنَ لَکُمۡ اَمۡ عَلَی اللّٰہِ تَفۡتَرُوۡنَ
‘(হে নবী!) আপনি বলুন, তোমরা আমাকে জানাও, আল্লাহ তোমাদের যে রিয্ক দিয়েছেন তারপর তোমরা তার কিছু হালাল ও কিছু হারাম করেছ বলুন, ‘আল্লাহ কি তোমাদেরকে এটার অনুমতি দিয়েছেন, না-কি তোমরা আল্লাহর উপর মিথ্যা রটনা করছ?’ (সূরা ইউনুস: ৫৯)। কোন ব্যক্তি কোন পরিস্থিতির কারণে হারাম উপার্জনে বাধ্য হলে তার আমল কবুল হওয়া বা না হওয়া আল্লাহর উপর সে বিষয়ে আমাদের জানা নেই। আর হালাল খেলেই যে সবার ইবাদত কবুল হবে তাও বলা অসম্ভব। কেননা হারাম রিযিক ছাড়াও এমন কোন আমল কবুলের প্রতিবন্ধক থাকতে পারে, যার জন্য আমল কবুল হচ্ছে না। তাই আমল কবুল না হলে সে কাফির হয়ে যাবে এমন কথা বলা যাবে না। তবে হারাম কাজ বর্জন করলে আল্লাহ তা‘আলা তাকে অধিক উত্তমটা দান করবেন মর্মে হাদীছে বর্ণিত হয়েছে (আহমাদ হা/২০৭৫৮, ২৩১২৪, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : হাফসা, ফেনী।