উত্তর : রহমত ও বরকত লাভের আশায় কোন আলেমকে বাড়িতে ছালাত আদায় করতে বলা যাবে না। কারণ বরকত ও রহমত কেবল আল্লাহর নিকট থেকে আসে। তবে আমলদার কোন আলেমকে রহমত ও বরকতের জন্য দু‘আ করতে বলা যাবে (মাজমূঊ ফাতাওয়া লি ইবনি বায, ৭/৬৫ পৃ.)। অনেক আলেম এর বৈধতার পক্ষে দলীল হিসাবে একটি হাদীছ পেশ করে থাকে যে, ছাহাবী ইতবান ইবনু মালেক (রাযিয়াল্লাহু আনহু) তার বাড়িতে ছালাত আদায় করার জন্য একটি জায়গা নির্ধারণ করেন এবং তা উদ্বোধনের জন্য রাসূলুল্লাহ (ﷺ)-কে দাওয়াত করেন। রাসূল (ﷺ) দাওয়াত কবুল করেন এবং তার প্রিয় ছাহাবীদের সাথে গিয়ে সে জায়গায় ছালাত আদায়ের মাধ্যমে উদ্বোধন করেন (ছহীহ বুখারী, হা/৪২৫; ছহীহ মুসলিম, হা/৩৩)। উক্ত হাদীছের বিধানটি রাসূল (ﷺ)-এর জন্য খাছ ছিল। রাসূল (ﷺ)-এর পরবর্তীতে কোন ছাহাবী বা তাবেঈ কারো মাধ্যমে বরকত লাভের আশায় কোন ছাহাবীকে দাওয়াত করে উপরিউক্ত আমল করেননি, অথচ তারা ছিলেন দ্বীনের ব্যাপারে সর্বাধিক জ্ঞানী এবং হিতাকাক্সক্ষী (আত-তা‘লীক্ব ‘আলা ইকতিযাই ছিরাত্বিল মুস্তাক্বীম লি ইবনে উছাইমীন, পৃ. ৬২১)।
প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদরীস, চাঁপাইনবাবগঞ্জ।