উত্তর : হাদীছটি ছহীহ (ছহীহ মুসলিম, হা/১৬৭৬)। এখানে ‘জামা‘আত পরিত্যাগকারী’ বলতে মুরতাদকে বুঝানো হয়েছে। অর্থাৎ মুসলিম থেকে কোন ব্যক্তি কাফির বা অমুসলিম হয়ে গেলে তাকে হত্যা করার কথা বলা হয়েছে। জামা‘আত বলতে মুসলিম জামা‘আত। কোন দল-উপদল বা সংগঠনকে বুঝানো হয়নি। যেমন অন্য হাদীছে রাসূল (ﷺ) বলেন, مَنْ بَدَّلَ دِيْنَهُ فَاقْتُلُوْهُ ‘যে তার দ্বীন পরিত্যাগ করবে তাকে তোমরা হত্যা কর’ (ছহীহ বুখারী, হা/৩০১৭)।
প্রশ্নকারী : রনি ইবনে কাসিম, বাঘা, রাজশাহী।