উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়, বরং আগুন ঠাণ্ডা ও নিরাপদ হয়েছিল। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ‘হে আগুন! তুমি ঠাণ্ডা ও নিরাপদ হয়ে যাও’ (সূরা আল-আম্বিয়া : ৬৯)। রাসূল (ﷺ) বলেন, ‘ইবরাহীম (আলাইহিস সালাম)-কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন টিকটিকি ব্যতীত সকল প্রাণী আগুন নিভানোর চেষ্টা করেছিল। আর টিকটিকি আগুনে ফুঁক দিয়ে আগুন শক্তিশালী করার চেষ্টা করেছিল (ইবনু মাজাহ হা/৩২৩১, সনদ ছহীহ)। এ জন্য রাসূল (ﷺ) টিকটিকি হত্যা করতে বলেছেন (ছহীহ বুখারী হা/৩৩৫৯)।
প্রশ্নকারী : আমীরুল ইসলাম, গাজীপুর।