উত্তর : অবশ্যই ছালাত পুনরায় আদায় করতে হবে। কারণ ছালাতের প্রধান বা প্রথম শর্ত হল পবিত্রতা। পবিত্রতা ছাড়া কেউ ছালাত আদায় করলে তাকে আবার পড়তে হবে। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, সকল মুসলিম এ বিষয়ে একমত যে, পবিত্রতা ছাড়া ছালাত হবে না। যদিও অজ্ঞতাবশত বা ভুলক্রমে হয়ে থাকে। ভুলে গিয়ে অবপবিত্র অবস্থায় ছালাত আদায় করলে তার ছালাত হবে না, তার গোনাহও হবে না। আর জেনেশোনে অপবিত্রতা অবস্থায় ছালাত আদায় করলে ছালাত হবে না, বরং সে কাবীরা গোনাহগার হবে (আল-মাজমূ‘, ২য় খণ্ড, পৃ. ৭৮)।
প্রশ্নকারী : মুহাম্মাদ রাজু আহমাদ, নাটোর।