উত্তর : এভাবে টাকা আদায় করা সম্পূর্ণ অবৈধ এবং যুলুমের অন্তর্ভুক্ত। ফরয হক যাকাত আদায়কারীকে ইসলাম শর্ত করেছে যেন যুলুম না করে (ছহীহ বুখারী, হা/১৪৯৬)। সুতরং এভাবে কারো প্রতিই যুলুম করা যাবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ্জের ভাষণে বলেন, ‘যুলুম করা থেকে তোমরা সাবধান থেক (তিনবার)। নিশ্চয় ব্যক্তি স্বাচ্ছন্দ্যে যা দেয় তাই নেয়াই তোমাদের দায়িত্ব’ (মুসনাদে আহমাদ, হা/২০৭১৪, সনদ হাসান)।
প্রশ্নকারী : মিরাজুল ইসলাম, মুর্শিদাবাদ, ভারত।