উত্তর : শাফা‘আত করা ও তা মঞ্জুরের জন্য ৩টি শর্ত রয়েছে। এ সম্পর্কে কুরআন মাজীদে বিস্তারিত আলোচনা এসেছে। যথা : (১) শাফা‘আতকারীর উপর আল্লাহ তা‘আলার সন্তুষ্টি থাকা। তিনি বলেন, ‘আকাশমণ্ডলীতে কতক ফেরেশতা রয়েছে যাদের কোন সুপারিশ ফলপ্রসূ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন’ (সূরা আন-নাজম : ২৬)। অন্যত্র তিনি বলেন, ‘পরম দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথায় সন্তুষ্ট হবেন, সে ব্যতীত কারো সুপারিশ সেদিন কোন কাজে আসবে না’ (সূরা ত্বো-হা : ১০৯)। (২) যার জন্য সুপারিশ করা হবে, তার উপরও আল্লাহর সন্তুষ্টি থাকা। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তারা সুপারিশ করে শুধু তাদের জন্যই যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত-সন্ত্রস্ত’ (সূরা আল-আম্বিয়া : ২৮)। (৩) শাফা‘আতকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে শাফা‘আত করার অনুমতি থাকা। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘কে আছে যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে’? (সূরা আল-বাক্বারাহ : ২৫৫)।
প্রশ্নকারী : আব্দুর রহমান, রাজশাহী।