উত্তর : তেলাওয়াতে যদি এমন ভুল হয়, যাতে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে তার ছালাত বাতিল হয়ে যাবে। এমন ব্যক্তির পিছনে ছালাত আদায় করা জায়েয নয়। আল্লাহ তা‘আলা তারতীলসহ তেলাওয়াত করতে বলেছেন (সূরা মুযযাম্মেল ৪৪)। তবে তার মত মূর্খ লোকদের ছালাত হয়ে যাবে। কারণ অশুদ্ধ তিলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তিলাওয়াতকারীর ছালাত হবে না (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ২/৫২৭; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১২/৯৮-৯৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭০২৭০)। পক্ষান্তরে ভুলের বিষয়টি যদি সূরা ফাতিহাহ্ ব্যতীত অন্য সূরাতে হয়, সেক্ষেত্রে ছালাত ত্রুটিপূর্ণ হলেও কিন্তু তার এবং তার পিছনের লোকেদের ছালাত হয়ে যাবে (আল-মাজমূঊ, ৪/২৬৮; রাওযাতুত্ব ত্বালিবীন, ১/৩৫০; কাশ্শাফুল ক্বিনা,' ১/৪৮০-৪৮১; আল-মুগনী, ২/১৪৫; আল-মুগনী, ৩/২৯-৩২ পৃ.)। দ্বিতীয়তঃ ভুলের কারণে যদি অর্থ পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তার এবং তার পিছনের লোকেদের ছালাত হয়ে যাবে। তবে এমন ব্যক্তিকে ইমাম হিসাবে নির্বাচন করা এবং তার অনুসরণ করা উচিত নয় (আল-মাজমূঊ, ৪/২৬৮; রাওযাতুত্ব ত্বালিবীন, ১/৩৫০; কাশ্শাফুল ক্বিনা,' ১/৪৮১; আল-মুগনী, ২/১৪৬)। তাই এ ধরনের ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা জায়েয নয়।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, টাঙ্গাইল।