উত্তর : উল্লেখিত প্রশ্নে এটি স্পষ্ট যে, ঐ ব্যক্তি আপনাকে ২০ টাকা খরচ হিসাবেই দিচ্ছেন। আর খরচ হচ্ছে ১৪ টাকা ৫০ পয়সা। এক্ষেত্রে অর্থ প্রেরণকারী ব্যক্তি-ই অবশিষ্ট টাকার অধিকারী হবেন। কেননা আপনাদের উভয়ের মধ্যে বিনিময় গ্রহণ বা পারিশ্রমিক নেয়ার কোন চুক্তি হয়নি। এ ক্ষেত্রে শারঈ নিয়ম হল, ‘মালিকের অগোচরে বা তাকে না জানিয়ে বিনিময় বা পারিশ্রমিক নেয়া যাবে না’। কিন্তু হ্যাঁ! ঐ ব্যক্তির অনুমতি সাপেক্ষে আপনি উক্ত অবশিষ্ট টাকা খরচ করতে পারেন (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৪০৫৪০৯; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২২৪৪০২)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম।