উত্তর : বিয়ের মোহর হালকা হওয়াটাই সুন্নত সম্মত। রাসূল (ﷺ) বলেন ‘উত্তম বিবাহ হল যে বিয়েতে মোহর হালকা হবে’ (ইবনু হিব্বান, আলবানী (রাহিমাহুল্লাহ) ছহীহ বলেছেন, ছহীহুল জামে‘, হা/৩৩০০)। সামর্থ্য অনুযায়ী মোহর আদায় করা সুন্নাত। এ ব্যাপারে বাড়াবাড়ি করা ঠিক নয়, যা একাধিক হাদীছ দ্বারা প্রমাণিত। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পাঁচশ’ দেরহামের বেশি মোহর না হওয়া মুস্তাহাব। কেননা রাসূল (ﷺ)-এর স্ত্রীদের মোহর পাঁচশ’ দেরহাম ছিল, যা বর্তমানে স্বর্ণের ওজনে ২১২.৫ গ্রাম হয়’ (আল-মাজমু‘ ১৬/৩২২)।
প্রশ্নকারী : নিজামুদ্দীন, চট্টগ্রাম।