উত্তর : সন্তান হক্বের উপর থাকলে এবং পিতা ভুলের উপর থাকলে (সন্তানের জন্য) পিতা-মাতার বদদু‘আ কবুল হয় না। কারণ আল্লাহ্ তার দু‘আ কবুল করবেন না। কারণ পিতা-মাতার প্রতি সন্তানের অবাধ্যতা হল তাদের অধিকার আদায় না করা কিংবা তাদের অধিকার আদায়ে কসুর করা। পক্ষান্তরে, নিছক পিতার কোন নির্দেশ কিংবা পিতার কোন নিষেধ যাতে কোন কল্যাণ নেই এমন কিছু মানা সন্তানের জন্য আবশ্যক নয়। অনুরূপভাবে পিতা যদি তার ছেলেকে বলে: কোন কারণ ছাড়া তোমার স্ত্রীকে ত্বালাক্ব দিয়ে দাও। তাহলে সন্তানের এমন জন্য পিতামাতার এমন নির্দেশে সাড়া দেয়া অনিবার্য নয়। তাই এমন কিছু পালনে অসম্মতি জানালে সেটা অবাধ্যতা হিসাবে গণ্য হবে না। এমনকি তারা যদি তার জন্য বদদু‘আ করে সেক্ষেত্রে ছেলে গুনাহগার হবে না; এতে ইনশাআল্লাহ্ কোন অসুবিধা নেই। আল্লাহ্ই সর্বজ্ঞ (শায়খ আব্দুল্লাহ ইবনু হুমাইদ, মাজমূঊ ফাতাওয়া, পৃ. ৩০; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০০২৬০)।
প্রশ্নকারী : ফায়সাল, চাঁপাইনবাবগঞ্জ।