উত্তর : ছালাত পরিত্যাগকারীর কোন সৎ আমল উপকারে আসবে না। আর ছালাত না থাকলে আল্লাহর কাছে অন্য কোন আমল কবুল হবে না (ত্বাবারাণী, আওসাত্ব হা/১৮৫৯, সনদ ছহীহ)। আল্লাহ বলেন, ‘আর তাদের অর্থসাহায্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে এ জন্য যে, তারা আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর সাথে কুফরী করেছে’ (সূরা আত-তওবাহ : ৫৪)।
প্রশ্নকারী : তুষার সরকার, সাঘাটা, গাইবান্ধা।