উত্তর : তারাবীহর ছালাত জামা‘আতের সাথে পড়া সুন্নাত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিনদিন এই ছালাত জামা‘আতের সাথে পড়েছেন। অতঃপর ফরয হওয়ার আশঙ্কায় তিনি আর জামা‘আতে পড়েননি (ছহীহ বুখারী, হা/২০১২, ১/২৬৯ পৃ.; ইফাবা হা/১৮৮২)। অনেকেই তিন দিনের বেশী জামা‘আতের সাথে তারাবীহ পড়াকে নাজায়েয মনে করে থাকেন। কেউ কেউ তারাবীহর জামা‘আতকেই বিদ‘আত বলেন। কারণ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জামা‘আতে তারাবীহ পড়া ছেড়ে দিয়েছিলেন। এছাড়া ওমর (রাযিয়াল্লাহু আনহু) তাঁর খেলাফতের শেষ দিকে তারাবীহর জামা‘আত পুনরায় চালু করাকেও অনেকে শরী‘আতে বিদ‘আত বলে অভিহিত করেন। এগুলো সব অজ্ঞতাপূর্ণ বক্তব্য।
প্রশ্নকারী : নূর ইসলাম, চারঘাট, রাজশাহী।