উত্তর : ওযূ, গোসল, এস্তেঞ্জা সবই পানি দিয়েই পবিত্রতা অর্জনের সাথে সম্পর্কিত। যদি এগুলো কোন একটির ক্ষেত্রে পানি না পাওয়া যায়, তাহলে শরী‘আত তার জন্য অনুমতি দিয়েছে যে, আর তা হল- তায়াম্মুম করে পবিত্র হওয়া এবং ঢিলা কুলুখ দিয়ে এস্তেঞ্জা করা। তবে পানির উপস্থিতিতে ওযর ছাড়া তায়াম্মুম চলে না। আবার পানি থাকতে ঢিলা কুলুখ দিয়েও ইস্তিঞ্জা করা যাবে না। পানি দ্বারা পবিত্রতা অর্জনের জন্য মহান আল্লাহ কূবাবাসীর প্রশংসা করেছেন (সূরা আত-তাওবাহ : ১০৮; ইবনু মাজাহ, হা/৩৫৫, সনদ ছহীহ)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যখন তোমরা বাথরুমে যাও তখন ৩টি পাথর দ্বারা এস্তেঞ্জা কর’ (আবূ দাঊদ, হা/৪০, সনদ হাসান)। সুতরাং পানির অনুপস্থিতিতে টিস্যু, কাপড়, পাথর, ঢিলা ইত্যাদি দ্বারা ইস্তেঞ্জা করাতে কোন সমস্যা নেই (শায়খ ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১০ম খণ্ড, পৃ. ৩৭)।
প্রশ্নকারী : ইমদাদুল্লাহ শাহ, পশ্চিমবঙ্গ, ভারত।