উত্তর : না। কেননা এটা শরী‘আতের সাথে প্রতারণার শামিল। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বা ছাহাবায়ে কেরামের যুগে এ ধরনের কোন আমলের অস্তিত্ব ছিল না (নায়লুল আওত্বার, ৬/২৬৮, ‘আক্বীক্বা’ অধ্যায়; মির‘আত, ২/৩৫১ ও ৫/৭৫)। কুরবানী ও আক্বীক্বা দু’টি পৃথক ইবাদত। অতএব পৃথকভাবেই তা পালন করতে হবে।
প্রশ্নকারী : আব্দুল আযীয, সাপাহার, নওগাঁ।