উত্তর : অহীর নামে মিথ্যা প্রচার করা মহা অন্যায়। এর পরিণাম জাহান্নাম। এর দু’টি অবস্থা। প্রথমতঃ নিজে অহীর নামে মিথ্যা বলা। দ্বিতীয়তঃ অন্যের বলা মিথ্যা গ্রহণ ও প্রচার করা। অথচ ইসলামী শরী‘আতে উপরিউক্ত দু’টি পদ্ধতির উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আল্লাহ তা‘আলা এ সম্পর্কে একাধিকবার বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে তার চেয়ে অধিক বড় জালিম আর কে?..’ (সূরা আল-আন‘আম: ২১, ৯৩, ১১৬, ১৪৪; সূরা আল-আ‘রাফ: ৩৭)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেছেন, ‘দুর্ভোগ তোমাদের! তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন; আর যে মিথ্যা উদ্ভাবন করবে সে অবশ্যই ব্যর্থ হবে’ (সূরা ত্বো-হা: ৬১)। আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, لَا تَكْذِبُوْا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ ‘তোমরা আমার নামে মিথ্যা বলবে না, কেননা যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তাকে জাহান্নামে যেতে হবে’ (ছহীহ বুখারী, হা/১০৬; ছহীহ মুসলিম, হা/২; তিরমিযী, হা/২৬৬০)। অন্যত্র তিনি বলেন, ‘যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তার আবাসস্থল হবে জাহান্নাম’ (ছহীহ বুখারী, হা/১০৭, ১১০, ৩৪৬১, ৬১৯৭)।
প্রশ্নকারী : সেলিম, মাদারীপুর।