উত্তর : আবদ্ধ অল্প পরিমাণ পানিতে নাপাকী ও পাক কাপড় এক সাথে ধোয়া উচিত নয়। নদী বা চলমান পানিতে যেকোন পদ্ধতিতে ধোয়া যায়। আবদ্ধ পানি হলে প্রথমে নাপাকী কাপড়গুলো আলগা পানিতে ভিন্নভাবে ধুয়ে নিতে হবে। অতঃপর অন্যান্য কাপড় একসাথে পর্যাপ্ত পরিমাণ পানিতে ধুয়ে নিতে হবে। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘পানির পরিমাণ অধিক হলে সমস্যা নেই। তবে আলাদা আলাদা ধোয়াই উত্তম’ (দ্র. : ইবনু বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব)।
প্রশ্নকারী : হোসনে মুবারক, ঢাকা।