উত্তর : ইসলামী শরী‘আতে স্বামী-স্ত্রীর মাঝে মীমাংসামূলক কোন ছালাত নেই। এ দু‘আটিও সাব্যস্ত নয়। কোন মানুষের জন্য কোন ইবাদত প্রণয়ন করা জায়েয নয় কিংবা শরী‘আতে যা নেই এমন কিছুকে শরী‘আতের দিকে সম্বন্ধিত করা জায়েয নয়। অবএব স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ মীমাংসার বিশেষ উদ্দেশ্য নিয়ে এ ছালাত পড়া শরী‘আতসম্মত নয়। বরং উল্লেখিত উদ্দেশ্য ও পদ্ধতিতে এ ছালাত প্রত্যাখ্যাত বিদআত হিসাবে গণ্য হবে (ইসলাম সাওয়াল ও জাওয়াব, ফৎওয়া নং-২৯৯০৮৭)।
প্রশ্নকারী : আব্দুল জাব্বার, খুলনা।