উত্তর : হালাল ব্যবসায় যে সকল মাল ক্রয়-বিক্রয় করা হয়, তাতে যাকাত ফরয হবে (সূরা আল-বাক্বারাহ: ২৭৫ ও ২৬৭)। ব্যবসায়রত সম্পদের মূল্য হিসাব করে যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩)। নবী করীম (ﷺ) বলেন, যে সব সম্পদের উপর এক বছর অতিক্রম করবে, তাতে যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩; মিশকাত, হা/১৭৮৭)। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘সম্পদের যাকাত নেই, কেবল ব্যবসায়িক সম্পদ ব্যতীত’ (বায়হাক্বী-সুনানুল কুবরা, হা/৭৩৯৪, সনদ ছহীহ, তামামুল মিন্নাহ, পৃ. ৩৬৪)। ওমর ইবনু আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) তাঁর কর্মচারী রুযাইক ইবনু হুকাইমকে লিখে পাঠিয়েছিলেন যে, তোমার সামনে যে মুসলিমই আসবে তার ব্যবসায় ব্যবহৃত সব প্রকাশমান সম্পদ থেকে প্রতি চল্লিশ দীনারে এক দীনার যাকাত গ্রহণ কর (মুওয়াত্ত্বা মালেক, হা/৮৮০)।
প্রশ্নকারী : জুয়েল রানা, টাঙ্গাইল।