উত্তর : উক্ত কথাটি ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)-এর নয় বরং ইবনু রজব হাম্বালী (রাহিমাহুল্লাহ) ইবনে হুবাইরা হতে বর্ণনা করেছেন (লাতায়েফুল মা‘আরেফ লি ইবনে রজব, পৃ. ২০৩)। এই উক্তিটি কোন হাদীছ বা আছার দ্বারা সমর্থিত নয়।
প্রশ্নকারী : রিয়ায, দিনাজপুর।
ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ | ১১২ বার পঠিত