উত্তর : একজন ব্যক্তি দ্বীন পরিবর্তন করলে সে আর ওয়ারিশের অংশিদার থাকে না। রাসূল (ﷺ) বলেন, ‘কোন মুসলিম কাফেরদের সম্পদের ওয়ারিশ হয় না, আবার কোন কাফেরও মুসলিমেরদ সম্পদের ওয়ারিশ হয় না’ (ছহীহ বুখারী, হা/৬৭৬৪)। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) অধ্যায় রচনা করেছেন এভাবে যে, ‘মুসলিম ব্যক্তি কাফিরদের সম্পদে এবং কাফির ব্যক্তি মুসলিমদের সম্পদের ওয়ারিশ হতে পারবে না। বিশেষ করে ওয়ারিশ বণ্টনের পূর্বে কেউ ইসলাম গ্রহণ করলে সে সম্পদের অংশীদার হবে না (ছহীহ বুখারী, ‘ফারায়েয’ অধ্যায়-২৬)। প্রশ্নের বর্ণনা অনুসারে আপনি মুশরিক পরিবারের নিকট থেকে সাহায্য চাইতে পারবেন না। কারণ রাসূল (ﷺ) কারো সাহায্য গ্রহণ করেননি। বরং বলেছেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস কর? সে বলল না। রাসূল (ﷺ) বললে, তুমি ফিরে যাও আমরা মুশরিকদের সাহায্য গ্রহণ করি না। এমনটি তিনবার হয়েছে (ছহীহ মুসলিম, হা/১৮১৭)। তবে অতি কষ্টে বা অনাহারে দিনাতিপাত করার ক্ষেত্রে জীবন বাঁচানোর স্বার্থে তাদের দেয়া কিছু গ্রহণ করা যেতে পারে (সূরা আল-মায়িদাহ : ৩)।
প্রশ্নকারী : রাজিব আহমাদ।