উত্তর : সৎ নিয়ত ও দ্বীনি উদ্দেশ্য থাকলে জায়েয হবে। যদি ব্যক্তির পক্ষ থেকে কোন প্রকার বাধা নিষেধ না থাকে। কারণ প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। রাসূল (ﷺ) বলেন, إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى ‘প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে’ (ছহীহ বুখারী, হা/১)। নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা। আর শরী‘আতের পরিভাষায় নিয়ত বলতে দু’টি জিনিস বুঝায়। ১- অভ্যাস থেকে ইবাদতকে আলাদা করা এবং ২- এক ইবাদত থেকে অন্য ইবাদতকে আলাদা করা। হাদীছে উল্লিখিত নিয়তের উপর নির্ভরশীলের অর্থ হচ্ছে- কর্মের ছাওয়াব বা শাস্তি নিয়ত অনুসারেই আল্লাহ নির্ধারণ করবেন।
প্রশ্নকারী : মুহাম্মাদ ইয়াসিন, মাগুরা।