উত্তর : নিঃসন্দেহে শিরক সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ ক্ষমা করা হয় না এবং তার উপর জান্নাত হারাম (সূরা আন-নিসা : ৪৮; সূরা আল-মায়িদাহ : ৭২) এবং তার সকল আমল বাতিল হয়ে যাবে (সূরা আল-আন‘আম : ৮৮)। খালেছ অন্তরে তওবাহ না করে কেউ মারা গেলে তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম (ছহীহ বুখারী, হা/১২৩৮; ছহীহ মুসলিম, হা/৯২; মিশকাত, হা/৩৮)। তবে কেউ অজানা অবস্থায় বা ভুল করে শিরক করে ফেললে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। এজন্য তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং খালেছ অন্তরে তওবাহ করতে হবে (সূরা আল-বাক্বারাহ : ২৮৬)।
প্রশ্নকারী : সৌরভ, সুজানগর, পাবনা।