উত্তর : এর পূর্ণাঙ্গ ছাওয়াব বাবা ছেলে উভয়ই পাবেন (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৯৫৮৪৭)। আয়িশাহ (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী (ﷺ) বলেছেন, ‘ফাসাদ বা অপচয়ের উদ্দেশ্য ব্যতীত যদি স্ত্রী তার স্বামীর ঘর থেকে কাউকে কিছু আহার করায়, তাহলে স্ত্রী এর ছাওয়াব পাবে এবং স্বামীও সমপরিমাণ ছাওয়াব পাবে এবং সংরক্ষণকারীও সেই পরিমাণ ছাওয়াব পাবে। স্বামী উপার্জন করার কারণে আর স্ত্রী দান করার কারণে ছাওয়াব পাবে’ (ছহীহ বুখারী, হা/১৪৪০; ছহীহ মুসলিম, হা/১০২৪)। অতএব শর্ত হচ্ছে এ ব্যয়ের মাধ্যমে যেন মূল মালিকের সম্পদ নষ্ট করা উদ্দেশ্য না হয়, যেমন সন্তান বা স্ত্রীর এমনভাবে ব্যয় করা যাতে পিতার সম্পদে ব্যাপক ঘাটতি তৈরি হয় কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি খরচ করা। এ ধরণের ক্ষেত্রে সম্পদের মালিকের অনুমতি নেয়া আবশ্যক (ফাৎহুল বারী, ৩/৩০৩ পৃ.)।
প্রশ্নকারী : সাজিদ আলম, সাতক্ষীরা।