উত্তর : না, কারো নাম পরিবর্তন করলে পুনরায় আক্বীক্বা করতে হবে না। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একাধিক ব্যক্তির নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন, কিন্তু তাদেরকে পুনরায় আক্বীক্বা করতে বলেননি। যেমন, যয়নাব বিনতু আবু সালামা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমার নাম রাখা হয়েছিল ‘র্বারা’ অথার্ৎ পুণ্যবতী। তখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,لَا تُزَكُّوْا أَنْفُسَكُمْ اللهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ سَمُّوْهَا زَيْنَبَ ‘নিজের পবিত্রতা নিজে প্রকাশ কর না। তোমাদের মধ্যে কে পুণ্যের অধিকারী তা আল্লাহ তা‘আলাই সর্বাধিক অবগত। বরং তোমরা তার নাম রাখো ‘যয়নাব’ (ছহীহ মুসলিম, হা/২১৪২; মিশকাত, হা/৪৭৫৬)। আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর কন্যাকে ‘আছিয়া’ বলা হত। তখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নাম পরিবর্তন করে রাখলেন ‘জামীলা’ (ছহীহ মুসলিম, হা/২১৩৯; মিশকাত, হা/৪৭৫৮)।
প্রশ্নকারী : আসাদুযযামান, যশোর।