উত্তর : বিবাহের আক্বদ সম্পন্ন হওয়ার আগে এ ধরনের কাজকর্মসহ কথাবার্তা বলা হারাম। কারণ এখানে শয়তানের ধোঁকা ও প্রতারণা বিদ্যমান। ফলে বিয়ের পূর্বেই নানাবিধ হারাম কাজে জড়িয়ে পড়ে। তখন নেক সন্তান জন্মানোর ধারা আজীবনের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এ জন্য অনেক বিয়ে ভেঙ্গেও যায়, যা অহরহ বর্তমানে ঘটছে। আর এ ধরনের চলাফেরায় দু’জনের একাকীত্ব সাব্যস্ত হয়, যা শরী‘আতে হারাম (ছহীহ বুখারী, হা/৩০০৬; ছহীহ মুসলিম, হা/১৩৪১; মিশকাত, হা/২৫১৩)। তাই যদি কেউ বিয়ের জন্য প্রস্তাবিত মেয়ের সাথে উঠাবসা করতে চায়, তাহলে সে যেন বিয়ের ‘আকদ সম্পন্ন করে নেয়। তখন একাকী অবস্থান করাসহ স্বামী-স্ত্রীর জন্য অনুমোদিত সকল কার্য তাদের জন্য বৈধ হবে (ছালেহ আল-উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দার্ব, ১০তম খণ্ড, পৃ. ১০৩)।
প্রশ্নকারী : ইফতি, রায়ের বাজার, ঢাকা।