উত্তর : রাসূল (ﷺ)-এর মেয়ে ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-কে ‘মা’ বলা যাবে না। কেননা কুরআনে আল্লাহ তা‘আলা রাসূল (ﷺ)-এর স্ত্রীদেরকে মুমিনদের ‘মা’ হিসাবে সম্বোধন করেছেন। যাদেরকে বলা হয় ‘উম্মাহাতুল মুমিনীন’। আল্লাহ বলেন, وَ اَزۡوَاجُہٗۤ اُمَّہٰتُہُمۡ ‘আর তাঁর স্ত্রীগণ তাদের (মুমিনদের) মা’ (সূরা আল-আহযাব : ৬)। সুতরাং যারা আমাদের ‘মা’ তাদের কন্যাদেরকে ‘মা’ বলা যাবে না।
প্রশ্নকারী : আশরাফুল ইসলাম, যশোর।