উত্তর : নামকরণের শর্তে মসজিদ তৈরি করা যাবে না। এখানে রিয়া তৈরি হতে পারে। অথচ এই প্রবণতা এখন বেশি বৃদ্ধি পাচ্ছে। তবে মুছল্লীগণ চাইলে তার মৃত্যুর পর নামকরণ করলে সমস্যা নেই। কারণ কোন গোত্র, স্থান বা ব্যক্তির নামে মসজিদের নামকরণ করা যায় (ছহীহ বুখারী, হা/৪২০ ও ৩৫৭০; ছহীহ মুসলিম, হা/১৩৯৭, ১৩৯৬)। দাতা সৎ ও নিষ্ঠাবান হলে মুতাওয়াল্লী হওয়ার অধিকার রাখেন (ছহীহ বুখারী, হা/২৭৩৭)।
প্রশ্নকারী : সাইফুর রহমান, সিলেট।