উত্তর : পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সাধারণত সত্য কিংবা মিথ্যা শপথ করা ঠিক নয়। পণ্য বেশী বিক্রয়ের জন্য মিথ্যা কসম করা হারাম, অনেক বড় পাপ এবং তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এছাড়া এর মাধ্যমে বিক্রয়ে ও লাভে বরকত হ্রাস পায়। আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, الْحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ ‘মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে, কিন্তু বরকত নিশ্চিহ্ন করে দেয়’ (ছহীহ বুখারী, হা/২০৮৭; ছহীহ মুসলিম, হা/১৬০৬; আবূ দাঊদ, হা/৩৩৩৫)। অন্যদিকে ব্যবসা ও পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সত্য কসম করা থেকেও বিরত থাকা কর্তব্য। যদিও বেশী বেশী শপথ করার কারণে পণ্য বিক্রয় এবং জনগণের উৎসাহ বেড়ে যায়।
প্রশ্নকারী : আব্দুর রহীম, নওদাপাড়া, রাজশাহী।