উত্তর : খাদ্যের অবশিষ্ট অংশ ছালাত অবস্থায় যদি মুখে পাওয়া যায় এতে ছালাতের কোন ক্ষতি হবে না আবার ওযূও ভেঙ্গে যাবে না। যদি কোন কিছু বুঝা যায়, তাহলে তা অবশ্য গিলে খেয়ে নিতে পারবে না, বরং টিস্যু বা কিছু দিয়ে ধরে পকেটে রেখে দিতে হবে মসজিদে ফেলা যাবে না (ছহীহ বুখারী, হা/১২১৩; ছহীহ মুসলিম, হা/৫৪৮; নাসাঈ, হা/৭২৫; ইবনু মাজাহ, হা/৭৬২)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ছালাত অবস্থায় কেউ যদি কিছু খায়, তাহলে তার ছালাত বাতিল হয়ে যাবে। তবে দাঁতের ভিতর পাওয়া কোনকিছু ছালাত বা ওযূ কোনটাই নষ্ট করে না। কিন্ত কোনভাবেই তা ভিতরে গিলা যাবে না (ইমাম নববী, শারহু মুহাযযাব, ৪র্থ খণ্ড, পৃ. ৮৯; ফাতাওয়া শাবাকাতুল ইসলামিয়্যা, ৯ম খণ্ড, পৃ. ১৪৪৭; ফৎওয়া নং-৬১৫৭৭৯)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, ওয়ারী, ঢাকা।