উত্তর : ক্বাযা ছালাত আদায়ের ক্ষেত্রে অনেকেই এই ভুলটা করে থাকে যে, পরবর্তী ছালাতের সাথে পড়ার জন্য অপেক্ষায় থাকে। এটা হাদীছ বিরোধী। কারণ নির্দেশ হল যখনই ছালাতের কথা মনে হবে বা ঘুম থেকে জাগবে তখনই ছালাত আদায় করে নিতে হবে। রাসূল (ﷺ) বলেন, যখন কেউ ছালাতের বিষয়টি ভুলে যাবে, সে তখনই ছালাত আদায় করবে যখন তার স্মরণ হবে। ছালাত আদায় করা ছাড়া তার কোন কাফফারা নেই (ছহীহ বুখারী, হা/৫৯৭)। তবে একাধিক ছালাত ছুটে গেলে ধারাবাহিকভাবেই আদায় করতে হবে (ছহীহ বুখারী, হা/৫৯৬)।
প্রশ্নকারী : আব্দুর রহীম, জামালপুর।